Personality Development Theory in Bengali এই পেজ বা লেখার অন্যতম কারন হল অনেক কিছু বিষয় আছে যা আমরা হয়ত আকছাড় শুনি কিন্তু ভালো ভাবে না পড়ার জন্য আমরা ভুলে যাই। নিজের সচেতন মনকে সজাগ রাখাই হল আমাদের প্রাথমিক কাজ। কিন্তু খুব কম মানুষই আছে সেটা করতে পারে। আসলে Personality development মানেই হল নিজের মন কে নিজের অধীনে রাখা।
শেয়ার করুন Whatsapp বন্ধুদের সাথেসচেতন মনের বিশাল একটি তথ্যভান্ডার হল অবচেতন মন। যাই তুমি দেখ, শােন, চিন্তা কর, অনুভব কর এবং অভিজ্ঞতা সঞ্চয় কর, সবই অবচেতন মনের ভান্ডারে স্থায়ী স্মৃতি হিসাবে জমা পড়ে।
সমস্যা হল এর সাথে জমা পড়ে অনেক আবেগপূর্ণ জঞ্জাল আর অবাঞ্চিত ভাব (যেমন ঘৃণা, প্রতিশােধ, ভয়, ক্রোধ, ঈর্ষা ইত্যাদি) যে ভাবসকল খুবই সর্বনাশা।
কিছু লোক নিয়মিত সঙ্কীর্ণচিত্তে অবচেতনমনে এইসব অবাঞ্ছিত ভাবকে জমা করতে থাকে নিজেদের অজান্তে।
এখন নিয়ম হল যা কিছু অবচেতন মনে চালান যাবে, সেসবই তােমার কাছে ফিরে আসবে।
এইজন্য সেখানকার যত অবাঞ্ছিত ভাব সচেতন মনে আন্দোলনের সৃষ্টি করে কামনাবাসনা জাগিয়ে তুলে আমাদের চিত্তচাঞ্চল্য সৃষ্টি করে। যেসব ভয়াবহ স্বপ্ন তুমি রাত্রে নিদ্রাকালে দেখ তা অবচেতন মনের নেতিবাচক, অযত্নপ্রসুত, এলােমেলাে চিন্তার বেঠিক কারিগরীগত গঠনশৈলির জন্যে দায়ী।

তবে সমাধান কি?
অত্যন্ত দ্রুততার সাথে অবচেতন মনে মজবুত আর ইতিবাচক চিন্তাধারা প্রবেশ করাও।
ক্রমে-ক্রমে নেতিবাচক অবাঞ্ছিত চিন্তাধারা ধ্বংস হবে। মনে রাখাে, ইতি সবসময় নেতিকে অতিক্রম করে।
সচেতন মনকে চিন্তাভাবনায় সদা জাগ্রত ও সতর্ক থাকতে হবে আর শুধু ইতিবাচক ভাবনাকে অবচেতন মনে প্রবেশ করবার ছাড়পত্র দেওয়া হবে।
এই লক্ষ্য অর্জন করতে গেলে, ভালমন্দ সব কিছুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়ার অভ্যাস করতে হবে এবং মন্দ ভাগ্যের মধ্যেও এর ভালাের দিক চিনে এর অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের প্রতিক্রিয়াকে সংযত কর এবং পার্থিব বস্তু ও পরিস্থিতির বন্ধন সীমিত কর ।
কিছু বস্তুর প্রতি তােমার ধারনা ও বন্ধন যখনই প্রবল হবে, ততই অবচেতন মনে পরিস্থিতির বন্ধন সীমিত কর।
কিছু বস্তুর প্রতি তােমার ধারনা ও বন্ধন যখনই প্রবলতর হবে, ততই অবচেতন মনে তার একটা প্রবলতর ছাপ পড়বে, এর দরুণ সচেতন মনে একটি প্রবলতর ঘূর্ণিপাকের সৃষ্টি হবে। বস্তুতঃ, কাজ নয় কাজের প্রতিক্রিয়াই মূলতঃ আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
এই ধরনেই লেখা অবশ্যই আপনি আমনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও আরো লেখা পড়তে আমাদের ব্লগ ফলো করবেন।
অনাব্যশক তথ্যের জঞ্জালে অবচেতন মনকে ভারাক্রান্ত কোরোনা | Personality Development Theory in Bengali
- অন্যের আগে নিজে সুখী হও | Personality Development Theory in Bengali
- Never take quick decision | চটজলদি কোন সিন্ধান্ত নেওয়ার আগে ভাবুন
- Find Yourself in Future | অতীতের তুমি নয় – ভবিষ্যতের আমি
- Low Self confidence makes us weak – Get rid from it – Bengali
- How to Control your mind in Bengali | মনকে নিজের কাছে রাখা
Image and Information help from wikipedia | Pixabay
শেয়ার করুন Whatsapp বন্ধুদের সাথে